Hariye Jaao (হারিয়ে যাও) lyrics by Arbovirus | হারিয়ে যাও লিরিক্স - আর্বোভাইরাস

Hariye Jaao (হারিয়ে যাও) lyrics by Arbovirus

'Hariye Jaao (হারিয়ে যাও)' lyrics by Arbovirus

Song: Hariye Jaao (হারিয়ে যাও)
Band: Arbovirus

অনেকটা পথ হেঁটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি,
তারপর সবকিছু ফেলে 
দূরে সরে গিয়েছি,
একটু-একটু করে।
হারিয়ে যাও তুমি,
দূরে আরও দূরে...

তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারিনা কোনোভাবেই,
আমরা ভাবি সব, আসবে ফিরে
পুরোনো অনুভূতি, পুরোনো মানুষে...

হারিয়ে যাও তুমি,দূরে আরও দূরে...
হারিয়ে যাও তুমি, দূরে আরও দূরে...

হয়তো কারোও দোষ নেই
হয়তো কিছু করার নেই,
অবসাদ জয় করেছে ভালোবাসা...

হারিয়ে যাও তুমি, দূরে আরও দূরে...
হারিয়ে যাও তুমি, দূরে আরও দূরে...

Related

হারিয়ে যাও... হারিয়ে যাও... হারিয়ে যাও তুমি,
হারিয়ে যাও... হারিয়ে যাও... হারিয়ে যাও তুমি,
হারিয়ে যাও... হারিয়ে যাও... হারিয়ে যাও তুমি,
হারিয়ে যাও... হারিয়ে যাও... হারিয়ে যাও তুমি...

আরো দেখুন-

0 Response to "Hariye Jaao (হারিয়ে যাও) lyrics by Arbovirus | হারিয়ে যাও লিরিক্স - আর্বোভাইরাস"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads