Hariye Jaao (হারিয়ে যাও) lyrics by Arbovirus | হারিয়ে যাও লিরিক্স - আর্বোভাইরাস
Saturday, May 28, 2022
Add Comment
'Hariye Jaao (হারিয়ে যাও)' lyrics by Arbovirus
Song: Hariye Jaao (হারিয়ে যাও)
Band: Arbovirus
অনেকটা পথ হেঁটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি,
তারপর সবকিছু ফেলে
দূরে সরে গিয়েছি,
একটু-একটু করে।
হারিয়ে যাও তুমি,
দূরে আরও দূরে...
তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারিনা কোনোভাবেই,
আমরা ভাবি সব, আসবে ফিরে
পুরোনো অনুভূতি, পুরোনো মানুষে...
হারিয়ে যাও তুমি,দূরে আরও দূরে...
হারিয়ে যাও তুমি, দূরে আরও দূরে...
হয়তো কারোও দোষ নেই
হয়তো কিছু করার নেই,
অবসাদ জয় করেছে ভালোবাসা...
হারিয়ে যাও তুমি, দূরে আরও দূরে...
হারিয়ে যাও তুমি, দূরে আরও দূরে...
হারিয়ে যাও... হারিয়ে যাও... হারিয়ে যাও তুমি,
হারিয়ে যাও... হারিয়ে যাও... হারিয়ে যাও তুমি,
হারিয়ে যাও... হারিয়ে যাও... হারিয়ে যাও তুমি,
হারিয়ে যাও... হারিয়ে যাও... হারিয়ে যাও তুমি...
আরো দেখুন-
Genrerating Link.... 15 seconds.
Your Link is Ready.
0 Response to "Hariye Jaao (হারিয়ে যাও) lyrics by Arbovirus | হারিয়ে যাও লিরিক্স - আর্বোভাইরাস"
Post a Comment