School (স্কুল) lyrics by Arbovirus | স্কুল লিরিক্স - আর্বোভাইরাস

School (স্কুল) lyrics by Arbovirus

'School (স্কুল)' lyrics by Arbovirus

Song: School (স্কুল)
Band: Arbovirus

এই ব্যস্ত শহরে অপরিচিত ভিড়ে
হঠাৎ মনে পড়ে যায়,
পুরোনো দিন কত রঙ্গিন
তাকে আটকে রাখি মায়ায়।
হয়তো আমরা বহুদূর
ইশকুলের চৌকাঠ পেরিয়ে,
এখনো একই মানুষ
এখনো বন্ধু...

আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়,
আর একটা দিন, কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়,
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে...

পেছনে তাকালেই যেন এখনি ডাক দিবি
খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া, কত না কাটাকাটি
অংক, বাংলা, ভূগোল, ধুর ছাই, কিছু মনে নাই
শুধু মনে আছে খোলা হাসি আর গান
এখনো একই মানুষ,
এখনো বন্ধু...

আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়,
আর একটা দিন, কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়,
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে...

যারা নেই আজ পাশে, তোরা থাকবি বেঁচে
সবসময় আমাদেরই পাশে,
আয় আয় বন্ধুরা ফিরে আয়...

আয় আয় বন্ধুরা ফিরে আয়...
শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে,
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়,
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে...

আয় আয় বন্ধুরা ফিরে আয়...
আয় আয় বন্ধুরা ফিরে আয়...
আয় আয় বন্ধুরা ফিরে আয়...
আয় আয় বন্ধুরা ফিরে আয়...

আরো দেখুন-

0 Response to "School (স্কুল) lyrics by Arbovirus | স্কুল লিরিক্স - আর্বোভাইরাস"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads