Dirghoshash (দীর্ঘশ্বাস) lyrics by Recall | দীর্ঘশ্বাস লিরিক্স - রিকল

Dirghoshash (দীর্ঘশ্বাস) lyrics by Recall

'Dirghoshash (দীর্ঘশ্বাস)' lyrics by Recall

Song: Dirghoshash (দীর্ঘশ্বাস)
Band: Recall

মাঝে মাঝে অভিমানে
নিজের কাছে আনমনে,
মাঝে মাঝে অভিমানে
নিজের কাছে আনমনে,
বলে উঠি নির্জনে
কেন ভালােবাসো না আমায়...?
কেন ভালােবাসো না আমায়...?

মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি
দু'নয়নের বৃষ্টি চুমি,
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি
দু'নয়নের বৃষ্টি চুমি,
তখনাে সুধায় জগত ভূমি
কেন ভালােবাসো না আমায়...?
কেন ভালােবাসো না আমায়...?

এমনই শত দীর্ঘশ্বাস 
মনের ক্ষত থাকছে চাপা,
মাঝেতে শুধুই 
জ্বলছে প্রহাশ, 
কেন ভালােবাসো না আমায়...?
কেন ভালােবাসো না আমায়...?

আরো দেখুন-

0 Response to "Dirghoshash (দীর্ঘশ্বাস) lyrics by Recall | দীর্ঘশ্বাস লিরিক্স - রিকল"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads